কলকাতা, ১৫ অক্টোবর- বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। গত এক বছর ধরে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ভাবে সারা বিশ্বের কাছে এই উৎসবকে ঘিরে প্রচার চালানো হয়েছে। তার ফল এ বছর পাওয়া গেছে বলেই জানিয়েছে পর্যটন দপ্তর। সম্প্রতি বেসরকারি ট্যুর অপারেটর, হোটেল মালিক এবং পর্যটনের সঙ্গে যুক্ত সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছিল পর্যটন দপ্তর। তাঁরা জানিয়েছেন, এ বছর এই উৎসব উপলক্ষে কলকাতায় হোটেল বুকিং ৬ থেকে ১০ শতাংশ বেড়েছে। শুধু অন্য রাজ্য নয়, বিদেশী পর্যটকদের সংখ্যা বেড়েছে। পর্যটন দপ্তর থেকে এবার এই প্রথম এগজিকিউটিভ ক্লাসএর জন্য ঠাকুর দেখা, অভিজাত রেস্তোরাঁয় খাওয়া, বনেদি বাড়ির পুজো উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে। প্রথমে ভাবা হয়েছিল দুটো থেকে তিনটি দল তৈরি করা হবে। কিন্তু পুজো দেখার চাহিদা এতটাই বেড়েছে যে পর্যটকদের আপ্যায়নের জন্য পাঁচটি দল তৈরি করতে হয়েছে । পরের বছর এই দলের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পর্যটন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দুর্গাপুজোকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে চেষ্টা করা হচ্ছিল। গত বছর কার্নিভাল দেখার জন্য কলকাতার বিভিন্ন কনস্যুলেটের কাছে আবেদন জানানো হয়েছিল, তারা যেন তাদের দেশের পর্যটকদের এই কার্নিভাল দেখার জন্য উৎসাহিত করে। এবার তারা নিজেরাই পর্যটন দপ্তরের সঙ্গে যোগাযোগ করছে। এবং তাদের পর্যটকদের কার্নিভাল দেখানোর অনুরোধ করছে। এর জন্য তাদের খরচ করতেও আপত্তি নেই বলে জানিয়েছে। বিশ্বের পর্যটন মানচিত্রে দুর্গাপুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে। অক্টোবরের ২০, ২১ তারিখে দেখানো হবে দুর্গোৎসব। চলতি বছর সব প্রথম সারির হোটেলে পর্যটন দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাতে সুভেনিরের ব্যবস্থা করেছে। গত বছরের নামীদামি পুজোর মাতৃ প্রতিমার ছবি দিয়ে ১০টা পোস্টকার্ড তৈরি করা হয়েছে। সেই ১০টি পোস্টকার্ড দিয়ে তৈরি হয়েছে একটি অ্যালবাম। এই অ্যালবাম সুভেনির হিসেবে দেওয়া হচ্ছে। তথ্যসূত্র: আজকাল একে/০৮:৩৫/১৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EkFxmQ
October 16, 2018 at 02:33AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন