চট্টগ্রাম, ২৬ অক্টোবর- এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। এ ম্যাচে জিতলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে টিম বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮ রানে জয় পায় বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে নিয়ে সিরিজ নিজেদের করে টাইগাররা। তৃতীয় ওয়ানডের আগে দেখে নেওয়া যাক ম্যাচের খুটিনাটি ম্যাচ: বাংলাদেশ-জিম্বাবুয়ে তৃতীয় ওয়ানডে। কবে: ২৬ অক্টোবর, ২০১৮। কখন: দুপুর আড়াইটায়। কোথায়: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। খেলা দেখাবে যে চ্যানেল: বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। মুখোমুখি লড়াই: দুই দল এখন পর্যন্ত ৭১ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ৪৩ ম্যাচে। ২৮টিতে জয় জিম্বাবুয়ের। দলের খবর: বাংলাদেশ: প্রথম ওয়ানডের একদশ অপরিবর্তিত রেখেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলেছিল বাংলাদেশ। তবে এ ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। প্রথম দুই ওয়ানডেতেই শূন্য করা ফজলে রাব্বীর জায়গায় ডাক পেতে পারেন নাজমুল হোসেন শান্ত। তবে রাব্বীকে আরেকটি সুযোগ দেওয়ার পক্ষে অধিনায়ক। সৌম্য সরকারের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। ওদিকে আরিফুল হকও সুযোগ দাবি রাখেন। ম্যাচের আগের দিন কেমন একাদশ হবে তার নিশ্চয়তা মেলেনি। তবে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন নিশ্চিত। জিম্বাবুয়ে: সিরিজ হার নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি অনেককেই। তাদের কি এ ম্যাচে সুযোগ দিবে জিম্বাবুয়ে? নাকি অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে সেটি কৌতুহল হয়েই থাকছে। প্রথম দুই ম্যাচ অসহায় ভেবে হেরে তৃতীয় ওয়ানডেতে এখন কি পরিকল্পনা নিয়ে মাঠে নামে সেটিই প্রশ্নই। সম্ভাব্য একাদশ: বাংলাদেশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বী/নাজমুল হোসেন শান্ত/সৌম্য সরকার, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ/আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান/আবু হায়দার রনি। জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা, কেপাস জুয়াও, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, তেন্দাই চাটারা। উইকেট এবং কন্ডিশন: আরেকটি ব্যাটিং ট্র্যাক উইকেটই হতে যাচ্ছে। তবে যে অধিনায়কই টস জিতুক আগে বোলিংটাই বেছে নিবেন তারা। কারণ সন্ধ্যার শিশির। আবহাওয়ায় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সূত্র: পরিবর্তন এইচ/১২:২৭/ ২৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PVPzw9
October 26, 2018 at 06:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন