পুজোর মুখে সামসিং চা বাগানের মালিকপক্ষ চলে গেল বাগান ছেড়ে

মেটেলি, ৫ অক্টোবরঃ পুজোর মুখে বোনাস নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের অসন্তোষের জেরে বাগান ছেড়ে চলে গেল মালিকপক্ষ। এর ফলে পুজোর মুখে কর্মহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বাগানের প্রায় ১৯৬০ জন শ্রমিকের। মেটেলি ব্লকের সামসিং চা বাগানের ঘটনা। বৃহস্পতিবার রাতে কোনোরকম নোটিশ না দিয়ে বাগান মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যায়।

জানা গিয়েছে, এবছর বাগানে ১৮ শতাংশ বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বাগানে আন্দোলন করে শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষ প্রথমে ১৬ শতাংশ ও পড়ে সাড়ে ১৭ শতাংশ বোনাস দেওয়ার কথা বলে। কিন্তু তাতেও রাজি হয়নি শ্রমিকরা। বিকেলে মেটেলি থানার ওসি প্রবীর দত্ত বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন তুলে নেয়। শুক্রবার সকালে শ্রমিকরা বাগানে কাজ করতে গেলে দেখেন ম্যানেজার, সহকারী ম্যানেজার সহ পুরো বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। বাগানের এদিন বাগানের ইউংটং ডিভিশনে কাজ হলেও লোয়ার লাইন ও টপলাইন ডিভিশনে কাজ হয়নি। এবিষয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে জানা গিয়েছে, শ্রমিক পক্ষ এখন সাড়ে ১৭ শতাংশ হারেই বোনাস নিতে রাজি হয়। জানা গিয়েছে, শনিবার ফের বাগানের মালিকপক্ষ বাগানে আসতে পারে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QB6ggz

October 05, 2018 at 03:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top