চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুরে মহানন্দা নদীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
মল্লিকপুর ফেরিঘাট মাঝি সমিতির উদ্যোগে বিকেলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট ১৪টি দল অংশ গ্রহণ করে। মল্লিকপুর ফেরিঘাট থেকে শুরু হওয়া প্রতিযোগিতা নয়াদিয়াড়ি ঘাটে গিয়ে শেষ হয়। ঐতিহ্যবাহী এই আয়োজন উপভোগ করতে গোমস্তাপুর ও নাচোল উপজেলার হাজার নারী পুরুষ নদীতীরে ভিড় করেন। পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চাঁপাইনবাবগঞ্জ সদরের পলশা এলাকার কাইয়ুম মাঝির দয়। দ্বিতীয় হন মল্লিকপুরের মজিবুর মাঝির দল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসরাইল, নৌকা বাইচ সমিতির সাধারণ সম্পাদক সাদির আহমেদ ভুলু প্রমুখ।
আয়োজকরা জানান, মল্লিকপুর ফেরি ঘাটে প্রায় দু’ দশক ধরে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১০-১৮
from Chapainawabganjnews https://ift.tt/2PBDBYq
October 18, 2018 at 09:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন