ঢাকা, ০৭ অক্টোবর- বাংলাদেশে আয়োজিত যুব এশিয়া কাপের শিরোপাও জিতে নিয়েছে ভারত। রোববার আসরের ফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৪ রানে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এটি ভারতের ষষ্ঠ শিরোপা। আগের ছয় আসরে টানা পাঁচ বার চ্যাম্পিয়ন হয় দলটি। কেবল গেল আসরেই ফাইনালে উঠতে পারেনি। ফলে বয়স ভিত্তিক এই আসরের শিরোপা পুনরুদ্ধার হল দলটির। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩০৪ রান করে দলটি। জবাবে ৩৮.৪ ওভারে ১৬০ রানে গুটিয় গেছে লঙ্কান যুবারা। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত সিনিয়র এশিয়া কাপের শিরোপাও জিতে নিয়েছে ভারত। বাংলাদেশকে ৩ রানে হারায় রোহিত শর্মার দল। জুনিয়রদের আসরে সেমি ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে দর্শক বানিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারতীয় যুবারা। মাত্র ২ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। ভারতের দেওয়া বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে যেমন শুরু দরকার ছিল, তেমন করতে পারেনি শ্রীলঙ্কা। বরং দাপট দেখিয়েছে ভারতীয় বোলারা। একাই ৬ উইকেট নিয়েছেন হার্শ। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার নিশান ফার্নান্দো। ৪৮ রান করেছেন নাবোদ পারানাভিথানা। ভারতের বড় স্কোর ছিল টপ অর্ডারে সম্মিলিত ব্যাটিংয়ের ফসল। সর্বোচ্চ ৮৫ রান করে ওপেনার যশ্বসী জয়সওয়াল। আরেক অপেনার অনুজ রাওয়াতে ব্যাট থেকে আসে ৫৭ রান। তিন নম্বরে নেমে ৩১ রান করেন দেবদূত পাদিক্কাল। অধিনায়ক সিমরান সিং অপরাজিত ৬৫ ও আয়ুশ বাদোনি অপরাজিত ৫২ রান করেন। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন হার্শ। টুর্নামেন্ট সেরা যশ্বসী জয়সওয়াল। এমএ/ ১১:০০/ ০৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2y5OzPo
October 08, 2018 at 05:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top