মুম্বাই, ৩০ অক্টোবর- গত ১৮ আগস্ট মুম্বাইয়ে নিজের বিলাসবহুল বাংলোয় মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। আগামী ২ ডিসেম্বর নিকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হবেন দেশিগার্ল। বিয়েতে কত জনকে এবং কাকে কাকে আমন্ত্রণ করা হবে এরই মধ্যে একটি তালিকা চূড়ান্তও করা হয়ে গেছে। প্রিয়াংকার বিয়েতে তার সাবেক কোনো প্রেমিককেই দাওয়াত দেয়া হচ্ছে না। প্রিয়াংকা নিজেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন, যেন তার সাবেক কোনো প্রেমিককেই বিয়েতে আমন্ত্রণ জানানো না হয়। প্রিয়াংকার বিয়ের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, প্রিয়াংকা ও নিকের রিসেপশনে আমন্ত্রিতদের তালিকা প্রায় চূড়ান্ত। চোপড়া পরিবার ঘনিষ্ঠ, নিকের ঘনিষ্ঠ স্বজন এবং হলিউড-বলিউডে প্রিয়াংকার ঘনিষ্ঠ সহকর্মী ছাড়া বেশি কেউ জায়গা পায়নি আমন্ত্রিতদের তালিকায়। কিন্তু বিশেষ একজন প্রিয়াংকার বিয়েতে আসবেন না। তিনি কে, তা নিয়েই বলিউডে জল্পনা তুঙ্গে। তার নাম এখনও পর্যন্ত প্রকাশ করেনি প্রিয়াংকার পরিবারও। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রেও জানা যায়নি। কিন্তু বাদ যে পড়বেন বিশেষ এক বলিউড তারকা, তা অনেকটাই নিশ্চিত। সূত্র বলছে, এই তালিকা থেকে বাদ পড়েছেন শাহিদ কাপুর, হরমেন বাওয়েজা ও বিশেষ এক বলিউড তারকাও? কিন্তু কেন? সূত্রের দাবি, প্রিয়াংকা চান না তার প্রাক্তন প্রেমিকরা উপস্থিত থাকুন এই বিয়েতে। বিয়ের আসরে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াংকা নিজেই। তাই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা সংস্থাকে কড়াভাবে সতর্ক করে দিয়েছেন, তার বিয়েতে প্রাক্তনদের নো এন্ট্রি। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে অতিথিদের তালিকা। তবে প্রিয়াংকার বিয়েতে আমন্ত্রণ থেকে বাদ পড়তে যাওয়া বলিউডের ওই বিশেষ তারকা কে? আপাতত সেটি স্পষ্টভাবে জানা না গেলেও কেউ বলছেন ঋত্বিক রোশন, কেউ আবার বলছেন শাহরুখ খান। সেই তারকা আসলে কে? তা পহেলা ডিসেম্বরের আগে জানা যাবে না বলে মনে করছে বিটাউন। তথ্যসূত্র: যুগান্তর আরএস/ ৩০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q6W2oj
October 31, 2018 at 01:43AM
30 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top