পেয়ারা বাগানে গোপন বৈঠক ❀ জেহাদী বইসহ ৪ জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আমলাইন এলাকা থেকে ‘উগ্রবাদী’ বই ও লিফলেটসহ ৪ জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে গোপন বৈঠক করার সময় তিনজনকে ও পরে আরো একজনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার চৌডালার জিয়াউর রহমান জিয়া (৩৬), নন্দলালপুরের মনিরুল ইসলাম লাদেন (৩৬), শিবগঞ্জ উপজেলার কানসাট রাঘবপুরের তৌফিকুল ইসলাম (৪৫) ও কাইঠাপাড়ার সানাউল্লাহ (২২)।
র‌্যাব- ৫ এর উপ-অধিনায়ক মেজর শিবলি মোস্তফা সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এ জানান, নাচোলের আমলাইন এলাকার একটি পেয়ারা বাগানে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে অভিযান চালায়।

এসময় জিয়াউর রহমান, তৌফিকুল ইসলাম ও সানাউল্লাকে উগ্রবাদী বই ও লিফলেটসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মনিরুল ইসলাম লাদেনকে তার বাড়ি থেকে আটক করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়ারা সবাই জেএমবির সক্রীয় সদস্য বলে স্বীকার করেছে।
এঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১০-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2QRsQS2

October 15, 2018 at 04:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top