ঢাকা, ১২ অক্টোবর- সাকিব আল হাসানের আঙুলে ইনফেকশনের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তাই জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে খেলতে পারবেনা সাকিব। সাকিবের অনুপস্থিতিতে সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত ততদিন রিয়াদই টেস্টে দলকে নের্তৃত্ব দেবেন। বৃহস্পতিবার রাতে ঢাকা ক্লাবে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন। পাপন বলেন, সাকিব অধিনায়ক (টেস্ট ও টি-টোয়েন্টি), সহঅধিনায়ক আছে মাহমুদউল্লাহ। স্বাভাবিকভাবে অধিনায়ক না থাকলে সহঅধিনায়ক অধিনায়কত্বের দায়িত্ব পালন করে থাকেন। এটাই নিয়ম আর এটাই হয়ে আসছে। এখন নতুন কাউকে অধিনায়ক করলাম, সাকিব ফিট হয়ে ফিরলে সেই অধিনায়ককে বাদ দেব? একজনকে অধিনায়ক করা, আরেকজনকে বাদ দেয়া, এটা ভালো দেখায় না। আমার মনে হয় সাকিব ফিট না হওয়া পর্যন্ত মাহমুদউল্লাহর অধিনায়কত্ব করা উচিত। টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সূত্র: পূর্বপশ্চিম এইচ/১২:২১/১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pQ9n8L
October 12, 2018 at 06:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top