থিম্পু, ০২ অক্টোবর- নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা। এবার হারালো নেপালকে। আজকের জয়ে সাফ অনূর্ধ্ব-১৮ এর সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ মঙ্গলবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাতটায়। দুদলের যে দলই জয় পেতো তারাই হতো গ্রুপ সেরা। এমন ম্যাচে শুরু থেকেই নেপালের ডি বক্স ব্যস্ত করে তুলে বাংলাদেশের মেয়েরা। সাফল্যও আসে খুব দ্রুত। ১৬ মিনিটের সময় সিরাত জাহান স্বপ্না ও ৩২ মিনিটের মাথায় শ্রীমতি কৃষ্ণারানীর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। যদিও ৪২ মিনিটের সময় পেনাল্টি শুট মিস করেন শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল পায়নি বাংলাদেশ। উল্টো গোল পরিশোধ করে হিমালয়ের দেশ নেপাল। খেলার শেষ বাঁশি বাজার আগে অর্থাৎ ইনজুরি টাইমে (৯২) গোল করেন নেপালের রেশমি কুমারি। আগামী ৫ অক্টোবর সেমিফাইনালে ভুটানের প্রতিপক্ষ বাংলাদেশ। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল। এমএ/ ১১:১১/ ০২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OwYB5j
October 03, 2018 at 05:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top