গৃহবধূ ও তাঁর বাপের বাড়ির লোকেদের উপর নির্যাতনের অভিযোগ

ময়নাগুড়ি, ২৯ অক্টোবরঃ এক গৃহবধূ ও তাঁর বাপের বাড়ির লোকেদের উপর নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ।

দেড়বছর আগে জলপাইগুড়ির ওই যুবতির সঙ্গে বিয়ে হয় ময়নাগুড়ির উত্তর মৌয়ামারির বাসিন্দা শ্রীকৃষ্ণ পালের। ওই যুবতির অভিযোগ, স্বামী তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে যৌন নির্যাতন চালাত। স্বামীর পাশাপাশি শ্বশুরবাড়ির সদস্যরাও তাঁর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত। এমনকি, তাঁকে বৃহন্নলা বলে অভিযোগ তুলে বাপের বাড়ি থেকে ৩ লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকেরা। যদিও মেডিকেল পরীক্ষা করার পর চিকিত্সকরা জানান, বৃহন্নলা সংক্রান্ত তোলা অভিযোগ মিথ্যে। এরপর সোমবার সকালে যুবতির শ্বশুরবাড়িতে যান বাপের বাড়ির লোকেরা। দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে মারামারি শুরু হয়। এতে দু’পক্ষের মোট ১১ জন জখম হন। তাঁদের মধ্যে ৮ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।

পুলিশ অভিযোগ পেয়ে দুজনকে গ্রেফতার করে। ময়নাগুড়ি থানার আইসি নন্দ কুমার দত্ত বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CN87uQ

October 29, 2018 at 07:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top