ঢাকা, ০৭ অক্টোবর- একের পর এক ইনজুরিতে পড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুধু পাঁচ সিনিয়র ক্রিকেটাররাই নয় বরং চোটে ভুগছেন দলের ১৩-১৪ জন। কিন্তু দলের এমন পরিস্থিতে সবচেয়ে বেশি প্রয়োজন যাকে, সেই ফিজিও থিয়ান চন্দ্র মোহন ছুটি কাটাচ্ছেন। ইনজুরি নিয়ে এশিয়া কাপের মাঝ পথে ফিরেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ব্যথানাশক মেডিসিন নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন মুশফিক-মাশরাফি। শ্বাসটানে ভুগছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি মাইগ্রেনের ব্যথায় ভুগছেন মোহাম্মদ মিথুন, আঙ্গুলে ব্যথা আছে মুমিনুলের, একই ব্যথা রুবেলেরও। টানা ম্যাচ খেলার ক্লান্তির সঙ্গে পুরোনো কাঁধের ব্যথা তাড়া করছে মোস্তাফিজকেও। আগামী ২১ তারিখ থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। কিন্তু তার আগে এমন চোট সমস্যা নিয়ে চিন্তিত বিসিবি। এই বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন,শুধু সিনিয়র পাঁচ জনই নয় আমাদের প্রায় ১৩-১৪ জন ইনজুরিতে সমস্যায় পড়েছে। এটা আমাদের জন্য অনেক সিরিয়াস একটা বিষয়। কারণ আমাদের অপশন টা কম। দলের ফিজিও সাকিব আল হাসানের আঙ্গুলের এত সিরিয়াস অবস্থা দেখেও জানায়নি বিসিবিকে। এই বিষয় নিয়ে ফিজিও থিয়ান চন্দ্রের সঙ্গে বিসিবি দ্রুত কথা বলবে বলে জানান আকরাম খান। আকরাম খান বলেন,সাকিব এত ব্যথা নিয়ে যে পারফর্ম করেছে সে আসলেই একজন যোদ্ধা। ফিজিওর সঙ্গে আমরা দ্রুত কথা বলবো। ওর হাতের এত সিরিয়াস অবস্থার বিষয়টা সে আগেই ক্লিয়ার করতে পারতো। সাকিব যখন দেশে আসবে, তখন ওকে নিয়ে ফিজিওর সাথে বসব। তখনই বলা যাবে ঘটনাটা কি হয়েছিল। দলের সিনিয়র ক্রিকেটাররা ইনজুরিতে থাকার কারণে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলে সুযোগ পাবেন তরুণ উঠতি তারকারা। নতুনদের সুযোগ দিলেও কোনো রিস্ক নেবে না বিসিবি। এই বিষয়ে আকরাম বলেন,সিনিয়ররা যেহেতু নেই, যার জন্য নতুনদের কথা আমরা চিন্তা করবো। কিন্তু সেই সঙ্গে আমাদের মাচ জেতার জন্য কাকে খেলাতে হবে কাকে বাদ দিতে হবে সেটাও আমাদের মাথায় আছে। এই বিষয়ে কোনো রিস্ক কিন্তু নেওয়া যাবে না। তথ্যসূত্র: ঢাকাটাইমস আরএস/ ০৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2y5dCls
October 08, 2018 at 12:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top