ভুয়ো এনকাউন্টারে ৫ জনকে হত্যা করায় যাবজ্জীবন কারাদণ্ড ৭ ভারতীয় সেনার

নয়াদিল্লি, ১৫ অক্টোবরঃ ভুয়ো এনকাউন্টারের ঘটনায় এক মেজর জেনেরাল সহ ৭ জওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল সেনাবাহিনীর আদালত। সাজাপ্রাপ্তরা হলেন মেজর জেনেরাল একে লাল, কর্নেল থমাস ম্যাথু, কর্নেল আরএস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিং, ক্যাপ্টেন জগদেও সিং, নায়েক শিভেন্দর সিং ও নায়েক অলবিন্দর সিং।

জানা গিয়েছে, ১৯৯৪ সালের ১৮ ফেব্রুয়ারি অসমের তিনসুকিয়ায় সন্দেহের বশে ৯ জনকে আটক করে ওই সাত সেনা। তারা দাবি করেন, আটক ব্যক্তিরা ইউএলএফএ জঙ্গি। ঘটনার চারদিন পর আটকদের সম্বন্ধে তথ্য জানতে চেয়ে গুয়াহাটি হাইকোর্টে পিটিশন দাখিল করেন অসমের প্রাক্তন মন্ত্রী জগদীশ ভুঁইঞা। তার পরিপ্রেক্ষিতে আটকদের স্থানীয় থানায় পেশ করতে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দেয় হাইকোর্ট। ২০১৮ সালের ১৬ জুলাই ওই সাত সেনার বিরুদ্ধে সেনাবাহিনী কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু করে। যার পরিপ্রেক্ষিতে শনিবার সাজা ঘোষণা করে সেনাবাহিনীর আদালত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AakwHA

October 15, 2018 at 11:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top