কলকাতা, ১৯ অক্টোবর- শারোদৎসবের দিনগুলিতে কলকাতার রাস্তায় কার্যত জনপ্লাবন হয়৷ একদিকে মণ্ডপের বাইরে জনতার ঢল নামে৷ অন্যদিকে গাড়ির চাপে কলকাতার প্রায় প্রতিটি রাস্তা যানজটের কবলে পড়ে৷ আর সেই চাপ সামলাতে কলকাতা পুলিশের আধিকারিক ও কর্মীদের৷ রাস্তায় যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে মণ্ডপের সামনে ভিড় সামলানো, সবটাই তাঁদের৷ আগে ষষ্ঠী থেকেই পুজোর ভিড়ের চাপ বাড়ত৷ এবার কার্যত মহালয়া থেকে সেই ভিড় সামলাতে হয়েছে কলকাতা পুলিশকে৷ মণ্ডপের সামনে পুলিশ ও রাস্তায় ট্রাফিক সার্জেন্টরা ২৪ ঘণ্টা ধরেই সেই কাজ করে গিয়েছেন৷ তবে শুধু তাঁরা নন কন্ট্রোল রুমে যাঁরা ছিলেন, তাঁরাও অক্লান্ত পরিশ্রম করেছেন৷ নেপথ্যের সেই কারিগরদের শুভেচ্ছা জানাল কলকাতা পুলিশ৷ শুক্রবার তাদের ফেসবুক পেজে কলকাতা পুলিশ ও কলকাতা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের কর্মী ও আধিকারিকদের নিয়ে একটি পোস্ট করা হয়৷ সেখানেই নেপথ্যের ওই কারিগরদের শুভেচ্ছা জানানো হয় কলকাতা পুলিশের তরফে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৮:০৫/১৯ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J5S8Jz
October 20, 2018 at 02:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন