মুম্বাই: ০৬ অক্টোবর- চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছেন ঋষি কাপুর। আর চারিদিকে খবর চাউর হয়েছে, ক্যান্সারে আক্রান্ত অভিনেতা! কিন্তু সত্যি কি তাই? অনেক সময় যা রটে তার কিছুটা বটে। কিন্তু এক্ষেত্রে এই প্রবাদটা সত্যি হলেও হতে পারে। আবার মিথ্যা প্রতিপন্ন হতে পারে। কারণ সম্প্রতি এই বিষয় মুখ খুলেছেন নায়কের ভাই রণধীর কাপুর। তিনি বলেন, এটা একদমই বাজে একটি রটনা। বৃহস্পতিবার থেকে ওর চিকিৎসার শুরু হয়েছে। আপাতত ডাক্তারি পরীক্ষা চলছে। যতক্ষণ না সেগুলির ফলাফল আসছে। কি করে বলব ওর কি হয়েছে।সুতরাং বুঝতেই পারছেন একদিকে যেমন ক্যান্সারকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না কাপুর পরিবার। তেমনি আবার অন্যদিকে বলে চলেছেন রটনা। এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রণবীর বলেন, আমরা এখনও তাঁর রোগের প্রকৃতি সম্পর্কে জেনে উঠতে পারিনি৷ বাবা নিজেও জানেন না তাঁর কী রোগ হয়েছে৷ এখনও কোনও শারীরিক পরীক্ষা হয়নি৷ তা স্বত্ত্বেও চারিদিকে রটে গিয়েছে বাবা নাকি ক্যানসারে আক্রান্ত৷ এবং সেটা নাকি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে৷ আগে তাঁর শারীরিক পরীক্ষা তো হোক৷ ফলাফল যাই হোক না কেন তা ঠিক সময়মতো জানিয়ে দেওয়া হবে৷ সবে বাবা আমেরিকা পৌঁছেছে৷ চিকিৎসা শুরু হবে৷ সব ধরনের প্রস্তুতি চলছে৷ রোগ ধরা পরার পরই চিকিৎসা, ওষুধ সব শুরু হবে৷ তার আগে এই সব জল্পনা বন্ধ হওয়া দরকার৷ আমেরিকা যাওয়ার আগে ঋষি কাপুর একটি ট্যুইট করেন৷ তাতে তিনি লেখেন, হ্যালো অল৷ কয়েকদিনের জন্য কাজ থেকে ছুটি নিচ্ছি৷ চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছি৷ সকল শুভাকাঙ্খীর কাছে আবেদন যেন তারা আমায় নিয়ে কোনও চিন্তা না করে৷ আর অবশ্যই যেন অপ্রয়োজনীয় জল্পনা না রটায়৷ খুব তাড়াতাড়ি ফিরে আসব৷ সূত্র মারফত জানা গিয়েছে ঋষির সঙ্গে আমেরিকা গিয়েছেন স্ত্রী নিতু সিং ও ছেলে রণবীরও৷ কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যেও তাদের কাউকেই সামিল হতে দেখা যায়নি৷ রণবীরের গার্লফ্রেন্ড আলিয়া ভাটকে অবশ্য কৃষ্ণা রাজের শেষকৃত্যে হাজির থাকতে দেখা গিয়েছে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:১৫/০৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BZibR3
October 07, 2018 at 12:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন