নয়াদিল্লি, ১৬ অক্টোবরঃ উত্তরপ্রদেশের আরও ১৮টি শহরের নাম বদলের প্রস্তাব দিলেন প্রাক্তন বিচারপতি মার্কণ্ডে কাটজু। এলাহাবাদের নাম বদলের সিদ্ধান্তের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে এমনই একটি ট্যুইট করলেন তিনি।
কাটজু বলেন, এলাহাবাদের নাম বদলের জন্য ধন্যবাদ। তবে এটাই যথেষ্ট নয়। আমি উত্তরপ্রদেশের আরও অনেক শহরের নাম বদলের প্রস্তাব দিচ্ছি। বাবরের সন্তানদের সকলের নামে থাকা শহরের নাম বদলে দেওয়া হোক।
কাটজু আলিগড়ের নাম বদলে অশ্বত্থামানগর, আগ্রার নাম অগস্ত্যনগর, গাজিপুরের নাম গণেশপুর, শাহজাহানপুর সুগ্রীবপুর করা হোক। ফৈজাবাদের নাম নরেন্দ্রমোদিপুর, ফতেপুরের নাম হবে অমিতশাহনগর, মোরাবাদের নাম করা হোক মনকিবাতনগর, বলে তীব্র কটাক্ষ করেছেন কাটজু।
Dear @myogiadityanath,
Congratulations for renaming Allahabad as Prayag.
But surely that is not enough. I recommend the following further name changes of UP cities be made to eliminate names of these Babur ki Aulads altogether pic.twitter.com/msMYZdGlYL
— Markandey Katju (@mkatju) October 15, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yG4Eum
October 16, 2018 at 11:30AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন