জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় গুজরাটের কৃষকরা

আমেদাবাদ, ১ অক্টোবরঃ  আমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের জমি অধিগ্রহণে বঞ্চিত করা হয়েছে কৃষকদের। এই অভিযোগ তুলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দেখা করতে সময় চাইল গুজরাটের কৃষকরা। তাঁরা দেখা করতে চায় জাপানের বিরোধী দলের নেতার সঙ্গেও। এই প্রকল্পে ৮৮ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে জাপান ইনটারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জেআইসিএ)। তারা জমি অধিগ্রহণ সংক্রান্ত রীতি মানছে না বলেই অভিযোগ করছে কৃষকেরা। বেশ কয়েকজন কৃষক ইতিমধ্যেই গুজরাট হাইকোর্টে অধিগ্রহণের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই প্রকল্পের উদ্বোধন করেন। বুলেট ট্রেন চলবে ঘণ্টায় ৩২০-৩৫০ কিলোমিটার গতিবেগে। প্রায় ৫০০ কিমি দৈর্ঘ্যের এই যাত্রাপথে থাকবে ১২টি স্টেশন। গুজরাট ও মহারাষ্ট্রে অধিগ্রহণ করা হয়েছে প্রায় ১৪০০ হেক্টর জমি। এর মধ্যে ১১২০ হেক্টর জমি ব্যক্তিগত মালিকানার। প্রায় ৬০০০ জমিদাতাকে ক্ষতিপূরণ দিতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DKa5OT

October 01, 2018 at 11:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top