বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা পরিষদের অভ্যন্তরে ২২টি গাছ নিলাম হবে আগামীকাল মঙ্গলবার (৯অক্টোবর)। এবিষয়য়ে রোববার (৭অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি উল্লেখ করেন ‘বিশ্বনাথ উপজেলা পরিষদের অভ্যন্তরে ২২ টি গাছ নিলামের সিডিউল ক্রয়ের শেষ দিন ৮ অক্টোবর ২০১৮। নিলামের তারিখ ৯ অক্টোবর ২০১৮। বিজ্ঞপ্তি ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করতে বলা হলো।’
এদিকে, ইউএনও ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি জনসাধারণকে অবহিত করতে মধ্যরাতে (সাড়ে ১০টা থেকে) উপজেলা সদর’সহ পার্শ্ববর্তি এলাকায় প্রশাসনের পক্ষ হতে মাইকিং করা হয়। দিনের বেলা মাইকিং না করে মধ্যরাতে মাইকিং করায় জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।
তবে উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, গাছের নিলামের জন্য বিধি মতো ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে কবে এবং কোন পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা সোমবার (৮অক্টোবর) অফিসে গিয়ে বলতে পারবেন বলে জানান। মাইকিং-এর বিষয়টি জানতে রাত সাড়ে ১১টা ২০ মিনিটে তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, নিয়ম অনুযায়ী নিলাম করা হচ্ছে। তবুও জনসাধারণকে অবহিত করতে সাংবাদিকদের পরামর্শে মাইকিং করতে আমি প্রকৌশলীকে বলেছিলাম। কিন্ত প্রকৌশলী যাকে মাইকিং করতে দায়িত্ব দিয়েছিলেন তা সে না করায় আজ রাতে মাইকিং করানো হচ্ছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2O8WANr
October 08, 2018 at 11:07AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন