পণের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

রায়গঞ্জ, ২৩ অক্টোবরঃ এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুরববাড়ির লোকেদের বিরুদ্ধে। রায়গঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লি এলাকার ঘটনা। মৃত গৃহবধূর পরিবারের তরফে তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামী ও দেওরকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ২০১৬ সালের মে মাসে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার বাসিন্দা লাবনী সরকারের(২০) সঙ্গে নেতাজি পল্লির বাসিন্দা সঞ্জয় দাশগুপ্তের সম্বন্ধ করে বিয়ে হয়। সঞ্জয় একটি বেসরকারি সংস্থার সেলস এক্সিকিউটিভ পদে কর্মরত। লাবনী ও সঞ্জয়ের দেড় বছরের এক পুত্র সন্তান রয়েছে।

মৃতার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকে মেয়ের ওপর পণের জন্য শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক অত্যাচার করত। সোমবার দুপুরে লাবনীকে শ্বাসরোধ করে খুন করা হয়। প্রতিবেশীরাই ফোন করে তাঁর মৃত্যু সংবাদ জানায় লাবনীর বাড়িতে।

মৃতার মা তনুশ্রী সরকারের অভিযোগ, বিয়ের সময় তিন লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হয়ছিল। তারপরও ১ লক্ষ টাকার জন্য বার বার চাপ দিতে থাকে মেয়েকে। চলতি মাসের ২১ তারিখ ফোনে লাবনী তাঁর মাকে সবকিছু জানায়। টাকা না দিলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তাঁর স্বামী। মেয়ের পরিবারের তরফ থেকে টাকা দেওয়ার জন্য কিছু সময় চেয়ে নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, মৃতার পরিবারের তরফে মোট পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩০৪/৪৯৮(এ)/৩৪ ধারায় রায়গঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’ অভিযুক্ত স্বামী সঞ্জয় ও দেওর বুবুনকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CzcWb3

October 23, 2018 at 07:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top