নয়াদিল্লি, ২৫ অক্টোবরঃ ভারতের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। চিনের দু’টি হেলিকপ্টার দেখা গিয়েছে ভারতের আকাশে। এই খবর জানিয়েছে, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ।
সংবাদসংস্থা এএনআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর দুটি চিনা হেলিকপ্টার লাদাখের আকাশে চক্কর কাটে। হেলিকপ্টার দু’টো প্রায় ১০ মিনিট চক্কর কাটে। আইটিবিপি জানিয়েছে, চলতি বছর পাঁচবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি।
লাদাখের ডিপসাঙ সেক্টর ও বারাহোটিতে পাঁচবার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। লাদাখের ট্রিগ হাইটস ও ডিপসাঙ ভ্যালি নিরাপত্তার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। চিনের পিপসল লিবারেশন আর্মির দীর্ঘদিন ধরেই এই দুটি এলাকার দিকে নজর আছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z2hN0V
October 25, 2018 at 08:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন