রায়গঞ্জ ২০ অক্টোবরঃ প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রায়গঞ্জ। ঘটনায় আহত হয়েছেন বিশ্বজিৎ সাহা এবং সোমবাই স্বর্ণকার নামে দু’জন। আহতদের রায়গঞ্জ হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। তাঁরা একটি স্থানীয় ক্লাবের সদস্য।
জানা গিয়েছে, শুক্রবার রাতে রায়গঞ্জ ইন্সটিটিউট সংলগ্ন একটি টেলিকম সংস্থার দপ্তরের সামনে আচমকাই দুই গোষ্ঠী নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় বেধড়ক মারধর করা হয় এক যুবককে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইন্সটিটিউটের ভিতরে ঢুকে পড়ে দুই গোষ্ঠী। অভিযোগ, সেখানেও আরও এক যুবককে ব্যাপক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় ওই দুই যুবককে পাঠানো হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোভাযাত্রা চলাকালীন প্রথমে দুই গোষ্ঠী বচসায় জড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EBUbq0
October 20, 2018 at 08:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন