ঢাকা, ১৫ অক্টোবর- এশিয়া কাপে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে ঝলসে উঠেছিল তার ব্যাট। এই ভালো পারফর্ম্যান্সের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মিথুন। জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। ক্যারিয়ারে এই প্রথম টানা দুই সিরিজে জাতীয় দলে সুযোগ পেলেন। ২৭ বছর বয়সি ব্যাটসম্যান জানালেন, এশিয়া কাপ তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এশিয়া কাপ শুধু মিথুনের আত্মবিশ্বাসই বাড়ায়নি, তার ভাবনারও পরিবর্তন ঘটিয়েছে। আগে দল থেকে বাদ পড়ার একটা চিন্তা মাথায় কাজ করত তার। এখন সেটা আর নেই। এ নিয়ে মিরপুরে সাংবাদিকদের মিথুন বলেছেন, পরিবর্তন আসলে ওইরকম কিছু না। আগের মতোই আছি। শুধু আত্মবিশ্বাসটা বেড়েছে। আগে একটা জড়তা কাজ করত। না পারলে আবার বাইরে, এই চিন্তা কাজ করত। এখন সেটা আপাতত নেই। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এসেছে। এখন আত্মবিশ্বাস আছে এই পর্যায়ে ভালো করতে পারব। এশিয়া কাপে চাপের মুখে নেমে দুটি ফিফটি করেন মিথুন। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সেই দুই ম্যাচেই অবশ্য মিথুন আউট হয়েছেন বাজে শটে। সোজা বল লেগ সাইডে খেলার চেষ্টায় বল তোলেন আকাশে। সামনে ভুলগুলো যেন আর না হয়, সেজন্য কাজ করছেন মিথুন, আসলে চাপের মুখে ব্যাট করতে গেলে অনেক সময় লুজ বলও মিস হয়ে যায়। এটাই ক্রিকেট। তারপরও এসব নিয়ে কাজ করছি। সামনে অনেক সময় আছে, সামনেও এসব নিয়ে কাজ করব। এদিকে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে নিজের মনোভাবও ব্যাক্ত করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। দলের চাওয়াকে প্রাধান্য জানিয়ে বললেন, আমি ব্যক্তিগত কোনো লক্ষ্য নিয়ে খেলি না। আর করলেও কখনো সফল হতে পারি না। সেজন্য ব্যক্তিগত লক্ষ্যের দিকে না তাকিয়ে দলের যখন যা দরকার, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে। সূত্র: বিডি২৪লাইভ আর/১২:১৪/১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EnERxk
October 15, 2018 at 08:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top