প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না ট্রাম্প

নয়াদিল্লি, ৩০ অক্টোবরঃ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অন্য কাউকে আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর আফ্রিকার দেশগুলি থেকে কাউকে আমন্ত্রণ জানিয়ে আনা হতে পারে ওই অনুষ্ঠানে।

সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ‘২০১৯ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি হওয়ার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পেয়ে সম্মানিত প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সময়ের অভাবের ফলে তিনি ওই সময়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।’ জানা গিয়েছে ওই একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসের দুটি হাউসের উদ্দেশেই বার্ষিক স্টেট অফ দ্য ইউনিয়ন-এর ভাষণ দেবেন।  সাধারণত এই অনুষ্ঠান আয়োজিত হয় জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, কাকে আমন্ত্রণ জানানো হবে, এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতে খুব অল্প সময় রয়েছে। পুরো বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে।’
সূত্রের খবর, ইতিমধ্যে দু-তিন জনের নাম স্থির করে ফেলেছে কেন্দ্রীয় সরকার।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে আমন্ত্রণ পাঠায় ভারত সরকার। ২০১৬ সালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট হলান্ড এবং ২০১৭ সালে উপস্থিত ছিলেন এশিয়ার ১০টি দেশের নেতারা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q5INnA

October 30, 2018 at 12:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top