তদন্তে স্বচ্ছতা রাখতে ছুটিতে পাঠানো হয়েছে দুই আধিকারিককেঃ জেটলি

নয়াদিল্লি, ২৪ অক্টোবরঃ সিবিআইয়ের অখণ্ডতা বজায় রাখতে দুর্নীতির তদন্ত করবে চিফ ভিজিল্যান্স কমিশন। বিরোধীদের অভিযোগ উড়িয়ে এ কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বুধবার ভোরে সিবিআইয়ের দুই কর্তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত কেন্দ্র নেওয়ার পর এদিন স্বভাবতই সাংবাদিক বৈঠকে দেখা গেল অরুণ জেটলিকে। সঙ্গে ছিলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছেন বিরোধীরা। কেউ কেউ রাফালের যোগও টেনে আনছেন।

এদিন অরুণ জেটলি বলেন, ‘‌সিবিআইয়ের এই বিতর্ক দুর্ভাগ্যজনক। কিন্তু সিবিআইয়ের দুই কর্তা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তা হলে কে কার তদন্ত করবে? সরকার তা পারে না।’ জেটলির বক্তব্য, ভিজিল্যান্স কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ওই দুই কর্তাকে ছুটিতে পাঠানোর। তদন্তে স্বচ্ছতা রাখতে তাঁদের ছুটি দেওয়া হয়েছে। তদন্ত কোনওভাবে উপহাসে পরিণত না হয় সেদিকে নিশ্চিত করতে চায় সরকার।’‌



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2R5UMBQ

October 24, 2018 at 05:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top