ঢাকা, ৩০ অক্টোবর- বিপিএল ২০১৮-১৯ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে গতকাল। বিদেশী দেশি মিলিয়ে অনেক নতুন ক্রিকেটারদের ও যায়গা হয়েছে এবারের বিপিএলে। তবে দুর্ভার্গ থাকায় বিপিএল খেলা অনেকের যায়গা হয়নি এবার। তাদের ই একজন শাহরিয়ার নাফীস। তিনি বিপিএলে সেঞ্চুরির মালিক থাকলেও তার যায়গা না হওয়ায় মনে দু:খ রয়েছে তার। নাফীস বলেন, এমন কোনবার হয়নি যে আমি বিক্রি হইনি বা ড্রাফটে ছিলাম না। সত্যি বলতে কি তাৎক্ষণিকভাবে খারাপ লেগেছে। তিনি বলেন, প্রত্যেকটা দল একটা মোটো বা ভিশন নিয়ে দল করে। হয়ত আমি তাদের প্ল্যানের মধ্যে পড়িনি। তবে তার বিশ্বাস, বিপিএল খেলার জন্য যেমন ফর্ম ও অতীত পারফরমেন্স দরকার, তার তা আছে। সে কারণেই মুখে এমন কথা, বিপিএলে যেমন পারফরমেন্স দরকার, আমার তা আছে। রান তোলায় দেশী ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ১০ জনের মধ্যে (আসলে ১১ নম্বর) আছি। নাফীস আরও বলেন, এটা নিশ্চয়ই হেলাফেলার বিষয় নয়। আমার মনে হয় সেটাই কোন দলে জায়গা পাবার জন্য গুড এনাফ। তারপরও বলবো, সিলেকশনের বিষয়টা পুরো টিমগুলোর কাছে। যে বিষয়টা আমার হাতে ছিল না, তা নিয়ে হাপিত্যেশ করে লাভ নেই। নাফীস বলেন, আমি পেশাদার ক্রিকেটার। আমার পেশা খেলা। আমি খেলবো। তবে আমি আমার মর্যাদা রাখবো। এখন যদি কেউ বলে পেটে ভাতে খেলতে, তাতো আর হবে না। আমি আমার সম্মান নষ্ট করতে চাই না। সম্মান নষ্ট করা যাবে না। সূত্র: নিউজ২৪ এমএ/ ১০:২২/ ৩০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Sy3TNc
October 31, 2018 at 04:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন