কাঠমাণ্ডু, ১৩ অক্টোবরঃ নেপালের গুর্জা শৃঙ্গ অভিযানে তুষারঝড়ে মৃত্যু হল নয় পর্বতারোহীর। মৃতরা হলেন দক্ষিণ কোরিয়ার অভিযাত্রী এবং তাঁদের নেপালি গাইড। জানা গিয়েছে, দলের নবম সদস্য এখনও নিখোঁজ। নিখোঁজ হওয়া দলের নবম সদস্য মৃতদের মধ্যে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নেপাল পুলিশের মুখপাত্র শৈলেশ থাপা জানিয়েছেন, শনিবার ভোরেই উদ্ধারকারী দলের হেলিকপ্টার ৭,১৯৩ মিটার উঁচু গুর্জা শৃঙ্গের পাদদেশের শিবিরে দেহগুলি পড়ে থাকতে দেখে। এদিন শিবিরের উপরে হেলিকপ্টার অবতরণ করলেও অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেহ উদ্ধারের কাজ সম্পূর্ণ হয়নি। ফলে রবিবারের আগে দেহগুলি উদ্ধার করা সম্ভব নয় বলে মনে করছেন থাপা। তুষারধসপ্রবণ ধৌলাগিরি সংলগ্ন নেপালের অন্নপূর্ণা অঞ্চলের এই শৃঙ্গ বিশ্বের সপ্তম উঁচু শৃঙ্গ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OYsITt
October 13, 2018 at 07:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন