৬ ঘণ্টার জন্য বন্ধ থাকছে মুম্বই বিমানবন্দর

মুম্বই, ২৩ অক্টোবরঃ মঙ্গলবার ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকছে মুম্বই বিমানবন্দর। এয়ার ইন্ডিয়ার তরফে টুইট করে জানানো হয়েছে, মুম্বই বিমানবন্দর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট, অ্যাপ অথবা কল সেন্টারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য এবং ফ্লাইট বাতিল করার জন্য।

মুম্বই বিমানবন্দর বন্ধ থাকার ফলে এয়ার ইন্ডিয়ার ছাড়াও অন্যান্য সংস্থার বিমানেও প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে প্রায় ৩০০ বিমান বাতিল থাকছে বলে জানা গিয়েছে।

মুম্বই বিমানবন্দর সূত্রের খবর, দু’দফায় বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। প্রথম দফার কাজ শুরু হওয়ার কথা ছিল অক্টোবরের মাঝামাঝি সময়ে আর দ্বিতীয় দফার কাজ শুরু হবে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। সেই রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পদক্ষেপ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OGj34P

October 23, 2018 at 03:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top