মুম্বাই, ১২ অক্টোবর- খেলার মাঝে দর্শকদের মাঠে ঢুকে পড়া বর্তমানে আর অবাক করার মতো কিছুই না। ফুটবলের মতো ক্রিকেটেও বড় তারকাদের ভক্তরা সুযোগ পেলেও মাঠে ঢুকে পড়েন। কিন্তু এবার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে যা ঘটলো, এর আগে কোনো ক্রিকেটারের সঙ্গে হয়েছে বলে শোনা যায়নি। চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। শুক্রবার (১২ অক্টোবর) এই ম্যাচের প্রথম দিন ঘটেছে এক মজার কাণ্ড। মুম্বাইয়ের রাজিব গান্ধী স্টেডিয়ামের নিরাপত্তা বেস্টনি ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। অন্যান্য সমর্থকদের মতো কোহলিকে শুধু জড়িয়ে ধরে বা ছুঁয়ে দেখেই শান্ত হননি এই ভক্ত। কোহলির গালে চুমু দেওয়ার প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু তার দুর্ভাগ্যই বলতে হবে। কোহলি সরে যাওয়ায় দিতে পারেননি। শুধু এই কাণ্ড ঘটিয়েই ক্ষান্ত হননি এই ভক্ত। মোবাইল নিয়ে কোহলির সঙ্গে সেলফি তোলার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি তবে এর মধ্যে নিরাপত্তা কর্মীরা চলে আসেন এবং ওই ভক্তকে সরিয়ে নিয়ে যান। ভারতের টসে হেরে ফিল্ডিং করছে ভারত। দিনের ১৫ তম ওভারে ঘটে এই মজার ঘটনা। এমন ঘটনায় বেশ খেপে যান ভারতীয় অধিনায়ক। আম্পায়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি পানের বিরতি দিয়ে দেন। এমন ঘটনা এবারই প্রথম নয়। প্রথম টেস্টেও রাজকোট স্টেডিয়ামে নিরাপত্তা বেস্টনি ভেঙে দর্শক ঢুকে পড়ে মাঠে। ভারতীয় বোর্ডের নিরাপত্তা কর্মীদের উপর বেশ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এসব ঘটনা। টসে জিতে ব্যাটিং নিয়ে মোটেই সুবিধা করতে পারেনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে ৬ উইকেট হারিয়েছে তারা। মোট সংগ্রহ ১৯১। ভারতের হয়ে তিনটি উইকেট নেন কুলদিপ যাদব। এছাড়া দুটি উইকেট নেন উমেশ যাদব ও এক উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এমএ/ ০২:৩৩/ ১২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EhW8I5
October 12, 2018 at 08:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন