মুম্বই, ১২ অক্টোবরঃ নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের #MeToo এর মাধ্যমে আনা যৌন হেনস্তার অভিযোগের মাধ্যমে বলিউডে শুরু হয়েছিল এই আন্দোলন। প্রকাশ্যে এসেছে অনেকেরই নাম। নবতম সংযোজন সাজিদ খান। সে কারণে ‘হাউজফুল ৪’ ছবির শুটিং বাতিল করলেন অক্ষয় কুমার। এই ছবির পরিচালক ছিলেন সাজিদ খান। ছবির অন্যতম এক ভূমিকায় রয়েছেন নানা পাটেকর।
মুম্বইয়ে শুটিং হওয়ার কথা ছিল ‘হাউজফুল ৪’- এর। সাজিদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর থেকেই সরে দাঁড়িয়েছেন অক্ষয়। ওঠা অভিযোগ সামনে আসতেই এই দৃঢ় পদক্ষেপ বলে শোনা যাচ্ছে। এরমধ্য এহেন আচরণের বিরুদ্ধে অক্ষয়ের প্রতিবাদটাও স্পষ্ট। ২৮ বছরের ক্যরিয়ারে এই প্রথম কোনও শুটিং বাতিল করলেন অক্ষয়।
তিনি ট্যুইটে লেখেন, ‘দেশে ফেরার পর এমন ঘটনা শুনে খুবই চিন্তিত আমি। এমন অভিযোগে দোষীসাব্যস্ত কোনো ব্যক্তির সঙ্গে কাজ করতে আমি রাজি নই।’
— Akshay Kumar (@akshaykumar) October 12, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ITvLHh
October 12, 2018 at 09:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.