নয়াদিল্লি, ২৯ অক্টোবরঃ স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা বাতিল হতে পারে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত আগস্ট মাসে পরীক্ষার ফল প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিমকোর্ট। সোমবার পরীক্ষাটি বাতিল প্রসঙ্গে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে শীর্ষ আদালত। মামলার শুনানিতে সুপ্রিমকোর্ট জানিয়েছে, ২০১৭ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় অনিয়মের বেশ কিছু প্রমাণ মিলেছে। সরকারি চাকরির পরীক্ষাকে প্রভাবিত করার জন্য কেন পরীক্ষাটি বাতিল করা হবে না সেবিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবস্থান জানাতে হবে। এসএসসি’র পরীক্ষা দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই। মে মাসে তাদের তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে মোট ১৭ জনের নাম রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AxIsoz
October 29, 2018 at 09:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন