বিশ্বনাথে ১৭ দিন ধরে যুবক “নিখোঁজ” : থানায় জিডি

IMG_20181009_181556বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের এক যুবক দীর্ঘ ১৭ দিন ধরে ‘নিখোঁজ’ রয়েছেন। তার নাম মনসুর ইসলাম মামুন (২৭)। সে বিশ্বনাথ সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের মৃত: নজব আলীর পুত্র। ‘নিখোঁজের’ ঘটনায় মামুনের বড় ভাই ফয়জুল ইসলাম বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৪২৬।

জিডিতে প্রকাশ : বিশ্বনাথ শহরের পুরানবাজারে ফয়জুল ইসলামের মোহীনি ফার্নিচার নামের একটি দোকান পরিচালনা করত মামুন। সে গত ২২ সেপ্টেম্বর রাত ৮টায় দোকান থেকে বেরিয়ে যায়। এরপর থেকে মামুন আর বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখোঁজি করেও মনসুর ইসলাম মামুনকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মামুনের বড় ভাই ফয়জুল ইসলাম থানা পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেছেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2C57lsK

October 09, 2018 at 06:21PM
09 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top