নয়াদিল্লি, ১০ অক্টোবরঃ রায়বেরিলির ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘রেল দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রার্থনা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। উত্তরপ্রদেশ সরকার, রেল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর নিশ্চিতভাবে সবরকম সাহায্য করবে।’
Anguished by the loss of lives due to a rail accident in Raebareli. Condolences to the bereaved families and I pray that the injured recover quickly. UP Government, Railways and NDRF are ensuring all possible assistance at the site of the accident: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 10, 2018
প্রসঙ্গত, বুধবার ভোরে রায়বেরিলির কাছে লাইনচ্যুত হয়ে যায় মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। আহত ৩০ জন।
দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এছাড়া গুরুতর আহত ও অপেক্ষাকৃত কম আহতদের যথাক্রমে ২ লক্ষ টাকা ও ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে, ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করেছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E8lkRe
October 10, 2018 at 01:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন