জয়পুরে ৫০ জনের শরীরে মিলল জিকা ভাইরাসের নমুনা

জয়পুর, ১৩ অক্টোবরঃ জয়পুরে প্রায় ৫০ জনের শরীরে মিলেছে জিকা ভাইরাসের নমুনা। যাঁদের মধ্যে ১১ জনই গর্ভবতী মহিলা। মাতৃগর্ভে থাকাকালীনই শিশুরা এই রোগে বিশেষ করে আক্রান্ত হয়। তাতে সদ্যোজাত শিশুর মাথা স্বাভাবিকের থেকে ছোট হয়। জন্মগ্রহণের সময়ও নানারকম বিরল উপসর্গ দেখা দেয়। এছাড়া মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রেও অস্বাভাবিকতা দেখা যায়। এই রোগের উপসর্গ হল- জ্বর, র‌্যাশ, পেশি ও গাঁটে গাঁটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, চোখ লাল হয়ে যাওয়া। গর্ভবতী মহিলাদের জন্য এই ভাইরাস বিপজ্জনক।

বিশেষজ্ঞদের মতে, এখনও পর্যন্ত ভারতের এটাই সবচেয়ে বিশাল সংখ্যার মানুষের মধ্যে ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। এখনো কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও, বিষয়টি বেশ ভয়ংকর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন চিকিত্‍সকমহল।
মনে করা হচ্ছে, বিদেশি পর্যটকদের থেকেই এই রোগ ছড়াচ্ছে। এই ভাইরাস নিরাময়ের জন্য এখনও পর্যন্ত কোনও ওষুধ বা ভ্যাকসিন বের হয়নি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NE6UYI

October 13, 2018 at 04:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top