ঢাকা, ০২ অক্টোবর- জাতীয় দলে ফেরার দাবিটা জোড়ালো করতে নিজেকে উজাড় করেই লড়ছেন মোহাম্মদ আশরাফুল। এবারের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম রাউন্ডে দুর্দান্ত এক হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন এক সময়ের মাঠ কাঁপানো এই ব্যাটসম্যান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রো আর সিলেট বিভাগের ম্যাচ চলছে। প্রথম দিনে ক্যারিয়ারসেরা এক ইনিংস (১৫৭) খেলেন সাদমান ইসলাম। তারপরও ঢাকা মেট্রোর পুঁজিটা তেমন বড় হয়নি। মোহাম্মদ আশরাফুল হাল না ধরলে হয়তো ৪২৬ পর্যন্তও যেতো না। আশরাফুল ব্যাটিংয়ে নেমেছিলেন ছয় নাম্বারে। ১০৮ বল মোকাবেলায় ৬ বাউন্ডারিতে ৫৩ রান করে শাহানুর রহমানের শিকার হন তিনি। এছাড়া মার্শাল আইয়ুব ৫০ আর মেহরাব হোসেন করেন ৩৮ রান। ঢাকা মেট্রোর পুঁজিটা যে প্রত্যাশামত বড় হয়নি, তার আসল কারণ এনামুল হক জুনিয়রের ঘূর্ণি-জাদু। ১৬৪ রান খরচায় ঢাকা মেট্রোর ৬ উইকেট তুলে নেন সিলেট বিভাগের এই স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৩৩তম পাঁচ উইকেট শিকার। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/ ০২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IwSXup
October 02, 2018 at 08:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন