বীরপাড়ায় আগুন, ভস্মীভূত চা শ্রমিকের ঘর 

বীরপাড়া, ২০ অক্টোবরঃ আগুনে ভস্মীভূত হল চা শ্রমিকের ঘর। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে অচল চা বাগান ডিমডিমার নীচ লাইনের বাসিন্দা মিলা ওরাওঁ নামে ওই চা শ্রমিকের ঘরে। জানা গিয়েছে, আগুন লাগার কিছুক্ষণ পরই ঘরে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ওই ব্যক্তি জানান, গতকাল রাতে তিনি বাড়িতে স্থানীয় দুই যুবককে রেখে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ওই দুই যুবক জানান, ভোরবেলা ঘুম ভেঙে হঠাৎ তাঁরা দেখেন, ঘর দাউ দাউ করে জ্বলছে। তাঁরা কোনরকমে প্রাণ রক্ষা করেন। শিশুঝুমরা গ্রামপঞ্চায়েতের স্থানীয় সদস্য জয়প্রকাশ টোপ্পো জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। সরকারিভাবে ওই পরিবারটিকে সাহায্য করা হবে। ঘটনার তদন্ত চলছে।

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yLOIa2

October 20, 2018 at 03:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top