কলকাতা, ২৭ অক্টোবর- তিলজলার ১২ নম্বর শিবতলা লেনের হেলে পড়া বহুতল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷ শুক্রবার ওই বহুতলকে বিপজ্জনক ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় পুরসভার তরফে৷ প্রসঙ্গত, বুধবার রাতে তিলজলার ওই বহুতলটি হেলে পড়ার বিষয় সামনে আসে৷ তাতেই আতঙ্ক ছড়ায় বহুতলের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে৷ প্রসঙ্গত, বুধবার রাতে তিলজলার ওই বহুতলটি হেলে পড়ার বিষয় সামনে আসে৷ তাতেই আতঙ্ক ছড়ায় বহুতলের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে৷ সঙ্গে সঙ্গে খবর যায় কলকাতা পুরসভা ও স্থানীয় থানার কাছে৷ পুলিশ ও পুরসভার আধিকারিকরা আসেন৷ পরিস্থিতি খতিয়ে দেখেন৷ বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা এসেও পরিস্থিতি খতিয়ে দেখেন৷ এর পর বাড়িটি খালি করে দেওয়া হয়৷ তখনই জানা গিয়েছিল, পুরসভার তরফে পুরো বহুতলের অবস্থা খতিয়ে দেখা হবে৷ সেই মতো পুর আধিকারিকরা সবটা খতিয়ে দেখেন৷ তার পরই এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৫:২৫/২৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CKDJBu
October 27, 2018 at 11:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top