ডিব্রুগড়, ১৩ অক্টোবরঃ ভুল গ্রুপের রক্ত দেওয়ায় মৃত্যু হল এক রোগীর। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃতের নাম সিদ্ধেশ্বর মোরান (৭৫)।
মৃতের ছেলে অ্যাকোনি মোরান জানান, তাঁর বাবাকে অর্থপেডিক্স বিভাগে ভরতি করা হয়। ১১ অক্টোবর তাঁর সার্জারি করা হয়। সার্জারির পর হাসপাতাল তরফে B+ গ্রুপের রক্ত দিতে বলা হয়। কিন্তু তাঁর বাবার O+ গ্রুপের রক্ত। সেটা জানানো হলেও তাঁদের কথা শোনেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাকোনির অভিযোগ, হাসপাতালের কোনও কর্মী তাঁদের কোনওভাবে সাহায্য করেনি। অ্যাকোনি বলেন, ‘সার্জারির সময় আমার বাবা কাঁপছিল। তাঁকে B+ গ্রুপের রক্ত দেওয়া হয়েছিল। বাবার খারাপ অবস্থা দেখে তারা ইনজেকশন দেয়। কিন্তু তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি।’
ঘটনার পর সিদ্ধেশ্বরবাবুকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যায়। এরপর বেলা ১১টা ৪৫মিনিট নাগাদ মৃত্যু হয় সিদ্ধেশ্বরবাবুর।
ঘটনার পর বোরবারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে। হাসপাতালের তরফে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই কমিটি রিপোর্ট দেবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RMIy28
October 13, 2018 at 04:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন