লেবানন থেকে বাবু সাহাঃ বিএনপি চেয়ারপার্সন দেশমাতা খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ও গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেছে বিএনপি লেবানন শাখা। ১৪ অক্টোবর রবিবার বিকালে লেবাননের লাইলাকি এলাকায় মাসরুকা আল মালাক ক্যাফে হাউজে বিএনপি প্রস্তাবিত এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- লেবানন বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি মানিক মোল্লা, প্রধান উপদেষ্টা আমির হোসেন কলিম, উপদেষ্টা আব্দুল তাহের, আব্দুল হালিম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সহ-সভাপতি আবু বক্কর, সহ সাধারন সম্পাদক মারুফ মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান, হাইছুলুম শাখার সভাপতি আব্দুল কাইয়ুম, আলবস্তা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব, যুবদল লেবানন শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, শ্রমিকদল লেবানন শাখার সভাপতি দিদার খাঁন প্রমূখ।
সভাপতির বক্তব্যে মফিজুল ইসলাম বাবু বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় উদ্দেশ্য প্রণোদিত রায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার উদ্দেশ্যে এ রায় প্রদান করা হয়েছে।
সংগঠনটির প্রতিবাদ সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাইছুল্লুম শাখার নেতৃবৃন্দ।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2OuepGQ
October 16, 2018 at 11:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন