ওবামা-ক্লিনটনের বাড়ি থেকে উদ্ধার বিস্ফোরকের পার্সেল

ওয়াশিংটন, ২৪ অক্টোবরঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টনকে পাঠানো দু’টি পার্সেল থেকে বিস্ফোরক উদ্ধার করল মার্কিন সিক্রেট সার্ভিস। এছাড়া সন্দেহজনক পার্সেল ঘিরে নিউইয়র্কে সিএনএন-এর দফতরে বোমাতঙ্ক ছড়ায়। সেখান থেকে সমস্ত কর্মীকে বের করে দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন প্রেসিডেন্টের বাসভবন-সহ একাধিক স্থানে সন্দেহজনক বিস্ফোরক উদ্ধারের ঘটনার তীব্র নিন্দা করেছে হোয়াইট হাউজ। এই ঘটনাকে ‘আতঙ্ক ছড়ানোর এই ঘৃণ্য চক্রান্ত’ বলে উল্লেখ করা হয়েছে।
প্রথমে জানা গিয়েছিল, নিউ ইয়র্কের উপকণ্ঠে বিল ও হিলারি ক্লিন্টনের বাসভবন থেকে সন্দেহজনক প্যাকেজ উদ্ধারের উদ্ধারের ঘটনার এফবিআই তদন্ত শুরু করেছে। পরে সিক্রেট সার্ভিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়, হিলারিকে উদ্দশ্য করে পাঠানো পার্সেলটি মঙ্গলবার মধ্যরাতে উদ্ধার করে হয়েছে। আর বুধবার সকালে ওবামাকে পাঠানো দ্বিতীয় প্যাকেজটি সিক্রেট সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন।

এক সরকারি আধিকারিক জানান, রুটিন মেল স্ক্রিনিংয়ের প্রক্রিয়া চলাকালীন ওই প্যাকেজটি চিহ্নিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PjB6gr

October 24, 2018 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top