চট্টগ্রাম, ২৪ অক্টোবর- জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করলেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলকে প্রথম সাফল্য এনে দিলেন তিনি। হ্যামিল্টন মাসাকাদজাকে মুশফিকুর রহিমের তালুবন্দি করে ফিরে যেতে বাধ্য করলেন প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময়ী এ ক্রিকেটার। শেষ খবর পর্যন্ত জিম্ববাবুয়ের সংগ্রহ ৫ ওভারে ১৮/১। এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টিকে গেছেন অভিষেকে শূন্য রানে ফেরা ফজলে মাহমুদ রাব্বি। জিম্বাবুয়ে দলে এসেছে একটি পরিবর্তন। বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের জায়গায় একাদশে ফিরেছেন এল্টন চিগুম্বুরা। এর আগে ওয়ানডেতে ৭০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের ৪২ জয়ের বিপরীতে রোডেশিয়ানদের জয় ২৮টি। শেষ ১১ ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ। ২০১০ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে স্বাগতিকদের হারাতে পারেনি জিম্বাবুয়ে। এ ধারা অব্যাহত রাখতে মরিয়া ম্যাশ বাহিনী। বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুওয়াও, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারা। তথ্যসূত্র: যুগান্তর আরএস/ ২৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EEAeyM
October 24, 2018 at 09:16PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন