দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দল থেকে বাদ পড়েছেন বহুবার। সংগ্রাম করে দলে ফিরেছেন। বাদ পড়লেও ফিরেছেন আবার। এশিয়া কাপে সুযোগ পেয়েই নিজেকে সর্বশেষ প্রমাণ করেন। আর রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ওপেন করতে নেমে খেললেন ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ইমরুল কায়েস জানালেন নিজের প্রতি বিশ্বাস আর পরিশ্রমই তার এই সাফল্যের মূলমন্ত্র। রোববার জিম্বাবুয়েরর বিপক্ষে ২৮ রানের জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ইমরুলের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ২৪৩ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ইমরুল কায়েস এদিন খেলেছেন ১৪০ বলে ১৪৪ রানের ইনিংস। ১৩টি চারের সঙ্গে মেরেছেন ৬টি ছক্কা। ক্যারিয়ারে অনেক সময়ই ফিফটি বা সত্তরোর্ধ ইনিংস খেলে কাটা পড়েছেন। কিন্তু এদিন খেলেছেন নিখুঁত ইনিংস। অনেক সময় ইনিংসের মাঝ পথে গ্লাভস চেঞ্জ করলেও এদিন সেটিও করতে হয়নি ইমরুলকে। এতটাই আত্মবিশ্বাসী ইনিংস খেলেছেন। একই সঙ্গে প্রমাণ করেছেন তামিম ইকবালের যোগ্য ওপেনিং সঙ্গী হওয়ারও। তবে ম্যাচ শেষে ইমরুল কায়েস ওপেনিংয়ে খেলা নিয়ে নিজের ভাবনা জানালেন এভাবে, এটা নিয়ে আমি ভাবি না। টিম ম্যানেজম্যান্টের ভাবনার উপর নির্ভর করে। তারা যদি আমার চেয়ে ভালো কাউকে সুযোগ দেন, সেটা তাদের ব্যাপার। আমার এটা নিয়ে ভাবনা নেই। দারুণ এই কামব্যাকের পিছনে মূলমন্ত্র সম্পর্কে ইমরুল বলেন, আমি একটা জিনিস বিশ্বাস করি কেউ যদি কষ্ট করে তবে সাফল্য অবশ্যই আসবে। আমি এটা সব সময় বিশ্বাস করি। আমি মুশফিককে নিয়ে অনেক কিছু শিখি। ও যেভাবে কষ্ট করে, ও কিন্তু কষ্ট করে মুশফিকুর রহীম হয়েছে। আমি সব সময় এটা বিশ্বাস করি যে কষ্ট করতে তার ফল পাওয়া যায়। জানালেন বারবার বাদ পড়লেও নিজের প্রতি বিশ্বাস হারান না ইমরুল, আমার সাথে অনেক খেলোয়াড়েরই দলে অভিষেক হয়েছে। তাদের অনেকেই কিন্তু এখন দৃশ্যপটেই নেই। আমি সব সময় বিশ্বাস করি আমার ক্যারিয়ার এতো স্বল্প সময়ে শেষ হতে পারি না। আমি এই জন্যই নিজেকে তৈরি রাখি সব সময়ের জন্য। যতোদিন খেলবো জাতীয় দিলে খেলার জন্য নিজেকে তৈরি রাখি। জাতীয় দলে যখন খেলার সুযোগ থাকবে না তখন আমি নিজেই বলে দিব-ধন্যবাদ। এমএ/ ০১:২২/ ২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R43XCU
October 22, 2018 at 07:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top