ঢাকা, ০৮ অক্টোবর- বাংলাদেশের মেয়েদের হাত ধরে আরো একটি শিরোপা ধরা দিল রোববার। অনূর্ধ্ব-১৮ সাফে লাল-সবুজের মেয়েরা চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে। প্রথমবারের মতো আয়োজিত আসরটিতে সেরা বাংলাদেশ। যে অর্জনে ভাগ বসাতে পারবে না কেউই। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রোববার নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এই নেপালকেই গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল মৌসুমী-কৃষ্ণারা। সেমি ফাইনাল ও গ্রুপের দুই ম্যাচ মিলে বাংলাদেশ করেছিল ২৩ গোল। তারপরও এদিনের ফাইনাল নিয়ে ভয় ছিল। নেপালও যে শক্তিতে কম নয়। তবে বাংলাদেশের মেয়েদের কোনোভাবেই আটকাতে পারেনি দলটি। মেয়েদের এই সাফল্য দারুণ খুশি তাদের কোচ গোলাম রব্বানী ছোটন। যিনি বলছেন, সত্যিকারের বাঘিনীর মতো খেলেছে বাংলাদেশের মেয়েরা। নেপালকে হারিয়ে মাঠেই উদযাপন করেছে বাংলাদেশের মেয়েরা। তবে টিম হোটেলে ফিরেছে দ্রুতই। ভোরেই যে দেশে ফেরার ফ্লাইট। রাতে হোটেলে ফিরে সঙ্গে আলাপচারিতায় যোগ দেন বাংলাদেশ কোচ। মুঠোফোনে দেশের নারী ফুটবলের অগ্রযাত্রার অন্যতম এই কারিগর বলেন, অনেক অনেক খুশি আমি। পুরো টুর্নামেন্টে ভালো খেলে ফাইনালে হারলে কি অবস্থা হয় সেটা আমাদের মেয়েরা আগস্টে অনূর্ধ্ব-১৫ সাফে বুঝেছে। আমরা টানা ম্যাচ জিতেছি, গোলের পর গোল করেছি। কিন্তু ফাইনালে গিয়ে হেরে যাই (গেল আগস্টে ভুটানেই অনূর্ধ্ব-১৫ সাফে)। মেয়েরা অনেক কিছু শিখেছে সেখান থেকে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আজ শিরোপা নিশ্চিত করেছে। আগস্টে ভুটানে ট্রফি হাতছাড়া হলেও গেল দশ মাসের ব্যবধানে ৫টি টুর্নামেন্টের ফাইনালে খেলে বাংলাদেশ। ভুটানে অনূর্ধ্ব-১৫ সাফ বাদে সবগুলোতেই সেরার কৃতিত্ব দেখায় বাংলাদেশের মেয়েরা। ২০১৭ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপা পায় বাংলাদেশ। এরপর হংকংয়ে জকি টুর্নামেন্টে শিরোপা জয় করে সেই দলটই। ভুটানে ব্যর্থ হলেও ঘরের মাঠে এএসসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে গ্রুপ সেরা হয়ে পা দেয় মূলপর্বে (আক্ষরিক অর্থে সেখানে ফাইনাল না থাকলেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ)। এরপর এবার এলো অনূর্ধ্ব-১৮ সাফের শিরোপা। গর্বিত কোচ ছোটন বলছেন, ১০ মাসে মেয়েরা ৫টা টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। একটা মাত্র শিরোপা আমাদের হাতছাড়া হয়েছে। মেয়েরাই পরে আরো দুটি শিরোপা জিতে প্রমাণ করেছে ওই দিনটা খারাপ ছিল। এই মেয়েদের নিয়ে তাই আমরা গর্ব করতে পারি। ওদের অর্জন চির স্মরণীয় হয়ে থাকার মতো। অনূর্ধ্ব-১৮ সাফে দাপুটে শুরু করলেও শিরোপা জয় মোটেও সহজ ছিল না। নেপাল শক্ত প্রতিপক্ষ হয়েই এসেছিল সামনে। তবে বাংলাদেশের মেয়েরা বাঘিনীর মতো খেলেছে বলে মনে করেন ছোটন, নেপাল ভালো দল। ওরা যে প্রেসার তৈরি করবে এটা আমরা জানতাম। তারপরও মেয়েরা মোটেও ঘাবড়ে যায়নি কখনো। সবার লক্ষ্যই ছিল শিরোপা নিয়ে ফিরবো। ওরা সেটাই করেছে। মেয়েরা সত্যিকারেরবাঘিনীর মতো খেলেছে। তথ্যসূত্র: পরিবর্তন এইচ/১২:১৯/ ০৮ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2II9xI6
October 08, 2018 at 06:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন