টরন্টো, ২০ অক্টোবর- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক রঙ্গলাল দেব চৌধুরী আর নেই। বৃহস্পতিবার টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি চলে গেছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। রঙ্গলাল দেব চৌধুরী ১৯৩৬ সালের ৭ই জুলাই মৌলভীজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন। খ্যাতিমান সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের আহ্বানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণের মাধ্যমে সঙ্গীত জীবনে যাত্রা শুরু করেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। দেশাত্মবোধক এবং জনউদ্দীপনামূলক গান গেয়ে তিনি মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী জনগণকে উদ্বুদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেন। শিল্পী রঙ্গলাল খ্যাতিমান সুরকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম ঢাকা ও চট্টগ্রামে বেতারে সংগীত লাইব্রেরি প্রথা তার হাত দিয়েই শুরু হয়। উল্লেখ্য, গত সেপ্টেম্বরের মাসে বিশ্ব সিলেট সম্মেলনে তাঁকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yQSqz8
October 21, 2018 at 08:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন