নয়াদিল্লি, ৩১ অক্টোবরঃ পরিসেবায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় স্টেট ব্যাংক(এসবিআই)। মোট চারটি পরিসেবায় পরিবর্তন আনা হবে বলে জানা গিয়েছে।
এতদিন এটিএম থেকে দিনে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত তোলা যেত। নতুন নিয়ম অনুযায়ী, ক্লাসিক ও ম্যায়েস্ত্রো এটিএম কার্ডধারীরা ৩১ অক্টোবর থেকে ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে দৈনিক সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। তবে শুধুমাত্র ক্লাসিক বা মায়েস্ত্রো কার্ড ব্যবহারকারীদের জন্যই এই নির্দেশিকা চালু হচ্ছে। টাকা তোলার সীমা বাড়াতে চাইলে, এসবিআই-এর অন্য কার্ড ব্যবহার করতে হবে গ্রাহকদের। সেইসঙ্গে রিজার্ভ ব্যংকের নির্দেশ মত প্রচলিত ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডের পরিবর্তে এবার থেকে নতুন ইএমভি চিপযুক্ত ডেবিট কার্ড ব্যবহার করতে হবে গ্রাহকদের। এবছর ৩১ ডিসেম্বরের আগেই ব্যাংক থেকে পুরোনো ডেবিট কার্ডের পরিবর্তে নতুন ইএমভি চিপযুক্ত ডেবিট কার্ড সংগ্রহ করতে হবে। প্রসঙ্গত, কার্ড জালিয়াতির হাত থেকে বাঁচতে গ্রাহকদের নতুন প্রযুক্তিযুক্ত এই চিপভিত্তিক কার্ড ব্যবহার করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে, ই-ওয়ালেট বাডি বা এসবিআই বাডি বন্ধ করে দিচ্ছে এসবিআই। ইতিমধ্যেই ব্যাংকের তরফে গ্রাহকদের এসবিআই বাডি অ্যাকাউন্টে ব্যালান্স শূন্য করার আবেদন করা হয়েছে। এর পরিবর্তে নতুন মোবাইল ব্যাংকিং পরিসেবা ইয়োনো অ্যাপ চালু করা হয়েছে। এছাড়াও সমস্ত গ্রাহকদের মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করানোর নির্দেশ দিয়েছে এসবিআই। মোবাইল নম্বর লিংক করানো না হলে ইন্টারনেট ব্যাংকিং পরিসেবা ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CQFptc
October 31, 2018 at 01:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন