কলকাতা, ১৬ অক্টোবর- শহরের বুকে পুজো প্যান্ডেলের বাইরে ১০০ বুকস্টল পেয়ে উচ্ছ্বসিত সিপিএম৷ লালপার্টির সুখের দিনে অবশ্য নিজেদের বুকস্টল নিয়ে খুশি নয় বিজেপি৷ গেরুয়া শিবিরের দাবি, শাসকদল বুকস্টল খুলতে দিচ্ছে না৷ হুমকি দিচ্ছে৷ উপরন্তু প্যান্ডেলের বাইরে বিজেপিকে আটকাতে উদ্দেশ্যপ্রণদিত ভাবে সিপিএমকে জায়গা করে দেওয়া হচ্ছে৷ তাড়াল থেকে সিপিএমকে তৃণমূল বুকস্টল বানাতে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর অর্থাৎ চতুর্থী থেকেই চালু হয়ে গিয়েছে সিপিএমের বুকস্টলগুলি৷ আগামী ১৯ অক্টোবর পর্যন্ত সারা কলকাতায় চালু থাকবে প্রায় শতাধিক বুকস্টল৷ এখনও পর্যন্ত সংখ্যাটা ১০৫৷ সব স্টলগুলিই উদ্বোধন হয়ে গিয়েছে৷ কলকাতার ১৭টি বিধানসভা কেন্দ্রগুলির পুজোগুলিতে রাতভর জেগে বই বিক্রি করছেন কমরেডরা৷ অভিযোগ, গড়িয়াতে বিজেপির দলীয় বুকস্টল উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ কিন্তু পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের বাধায় তা করা যায়নি৷ ওই এলাকায় বিজেপির স্থানীয় এক নেতাকেও গ্রেফতার করে পুলিশ৷ পরে অবশ্য ওই বুকস্টল উদ্বোধান করা গিয়েছে৷ রাজ্য বিজেপি নেতৃত্ব দলের ওই নেতাকে পরে পুলিসের হাত থেকে ছাড়িয়ে আনে৷ সূর্যকান্ত মিশ্র বাম কর্মী-সমর্খকদের বলছেন, আমরা সীমিত সাধ্য নিয়েই রাস্তায় আছি , এই উৎসব পর্বে৷ নিজের সুবিধা অনুযায়ী স্টলে চলে আসুন৷ অন্যদিকে বিজেপির অভিযোগ, এবআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বই বিক্রি করা হবে বলে আগে থেকেই বিজেপির স্টলগুলিকে আটকানো হবে, তা ঠিক করে রেখেছিল তৃণমূল৷ আপাতত ফা্কা জায়গায় সিপিএমের স্টল ঢুকিয়ে দিচ্ছে৷ বিজেপির স্টল আটকে দিচ্ছে৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, বুকস্টল তৈরি করলে পুলিশ গ্রেফতার করে তা আগে শুনিনি৷ পার্টির বই বিক্রি করা হচ্ছে৷ অন্য কিছু নয়৷ সারা রাজ্যে স্টল তৈরি করতে বাধা দিচ্ছে তৃণমূল এবং পুলিশ৷ তা স্বত্ত্বেও কলকাতা এবং সল্টলেক মিলিয়ে ৭০-৮০টি স্টল রয়েছে বিজেপির৷ সল্টলেকের চারটি জায়গায় বি জে, এ ই, ই ই, জি ডি ব্লকে বিজেপির স্টল রয়েছে৷ বেশ কয়েকটি আমি নিজেই উদ্বোধন করেছি৷ ষষ্ঠী বি জে ব্লকে স্টল উদ্বোধি করেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ কলকাতা বাদে জেলায় প্রায় হাজার খানেক স্টল রয়েছে৷ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা শাসকদলের সিনিয়ার নেতা সুব্রত মুখোপাধ্যায় অবশ্য বলছেন, তাঁর এলাকায় সিপিএম-বিজেপি বুক স্টল করেছে৷ কাউকে আটকানো হয়নি৷ গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিনের পুজোর মূল উদ্যোক্তা সুব্রতবাবু জানান, যদি আমাকে জিজ্ঞাসা করেন তবে বলব বিজেপি-সিপিএম দু-পক্ষকেই তুলে দেওয়া উচিত৷ ওরা পুজোকে রাজনীতিতে ডুবিয়ে দিতে চাইছে৷ যা হতে দেওয়া যায় না৷ তবে দু-পক্ষকেই তুলতে হবে৷ নয়তো দু-পক্ষকেই বসতে দিতে হবে৷ উল্লেখ্য একডালিয়ার উল্টোদিকের পুজো সিংহি পার্কের প্যান্ডেলের বাইরের বুকস্টল ষষ্ঠীতে উদ্বোধন করেছেন বিজেপি নেতা মুকুল রায়৷ সেই সম্পর্কে সায়ন্তন বসুর বক্তব্য, সিংহি পার্কে বিজেপির বুকস্টল আশির দশক থেকেই চলছে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:২৫/১৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yKqdu2
October 17, 2018 at 12:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন