দর্শনার্থীদের জন্য‌ নতুন নিয়ম জগন্নাথ মন্দিরে

ভুবনেশ্বর, ১ অক্টোবরঃ পুরোনো নিয়মের পরিবর্তে শুরু হল নতুন নিয়ম। পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এত বছরের পুরোনো মন্দিরে এতদিন পর্যন্ত  দর্শনার্থীদের জন্য কোনও লাইন ছিল না। কিন্তু এবার থেকে জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের ঢুকতে হবে লাইন করে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, মন্দিরের সিংহদুয়ারে ঢোকার মুখ থেকেই লাইন শুরু হবে। এমনকি সেই লাইন ধরেই গর্ভগৃহে প্রবেশ করতে হবে। এভাবে জগন্নাথ দেবের দর্শনের পরও সেই লাইন ধরেই উত্তরদ্বার দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। মহিলা এবং পুরুষদের জন্য ভিন্ন লাইনের ব্যবস্থা করা হচ্ছে। দর্শনার্থীদের যাতে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়তে না হয় তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NadMfX

October 01, 2018 at 03:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top