নয়াদিল্লি, ৫ অক্টোবরঃ ডলারের সাপেক্ষে প্রতিদিনই কমছে টাকার দাম। শুক্রবার টাকার দাম সর্বকালীন কমে দাঁড়াল ৭৪.১৩ টাকায়। ৫৫ পয়সা কমল টাকার দাম। মনে করা হচ্ছে, বিদেশি মূলধনের নিঃসরণ ও কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বেড়ে যাওয়ার ভয়ে টাকার এই অবনমন।
বৃহস্পতিবারও টাকার দাম ২৪ পয়সা কমে তা থামে ৭৩.৫৮ টাকায়। এরপর আজ একেবারে ৫৫ পয়সা কমে এসে দাঁড়িয়েছে এক ডলারে ৭৪.১০ টাকায়।
এদিন শেয়ার বাজারেও ধস নেমেছে। সেনসেক্স ৭৯২ পয়েন্ট কমে ৩৪,৩৭৬-এ নেমে এসেছে। নিফটিও ২৮৩ পয়েন্ট কমে ১০,৩১৬-এ এসে ঠেকেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BXRKeu
October 05, 2018 at 05:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন