বেঙ্গালুরু, ২৫ অক্টোবরঃ গত এক বছরে অ্যাপ ক্যাব ওলা এবং উবের-এর ভাড়া বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫ শতাংশ। ২০১৭ সালে এমনিতেও ১০ শতাংশ ভাড়া বৃদ্ধি করেছিল এই দুটি অ্যাপ ক্যাব। এই ভাড়া বৃদ্ধির তথ্য উঠে এসেছে রিসার্চ অ্যান্ড অ্যাডভাইসরি ফার্ম RedSeer-এর করা সমীক্ষায়।
গত বছর প্রতি রাইডের গড় খরচ পড়ত ১৯০ টাকার কাছাকাছি। সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২২০টাকা। তবে এতে অ্যাপ ক্যাব চালকদের বিশেষ কোনও সুবিধা হয়নি। এই সব কারণের জন্যেই মঙ্গলবার দিল্লি ও মুম্বইয়ে ওলা এবং উবেরের চালকরা ধর্মঘট করেছিলেন। জানা গিয়েছে, এই বিষয়ে ওলা এবং উবেরের সঙ্গে ই-মেইল মারফত্ যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের তরফে কোনও জবাব পাওা যায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yYqEAS
October 25, 2018 at 03:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন