নয়াদিল্লি, ৩ অক্টোবরঃ দিল্লিতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও তিন শিশুর। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে ২৯ জনের।
পুরসভার সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছে ২১৬ জন। তাদের মধ্যে ২২ জন দিল্লির, বাকি ১৯৪ জন ভিন রাজ্যের। মৃতদের মধ্যে ২২ জন উত্তর প্রদেশের বাসিন্দা এবং ৬ জন দিল্লির। এই সংকটের মধ্যে হাসপাতালের পাঁচটি বিশেষজ্ঞ ডাক্তারের আসনই খালি পড়ে রয়েছে। অভাব দেখা দিয়েছে সেরামেরও। এত সংখ্যাক শিশু মৃত্যুর পরেও পুরসভা আধিকারিকরা অবশ্য জানাচ্ছেন অন্যান্য বছরের তুলনায় এবছর মৃত্যু কম হয়েছে। দায়ভার ঠেলে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের উপর। অপরদিকে এক সরকারি সূত্রের খবর অনুযায়ী এই ঘটনার জন্যে বচেয়ে বেশি দায়ী করা হচ্ছে মেডিকাল সুপারিনটেনডেন্ট ডাঃ সুশীল গুপ্তাকে। তাঁর গাফিলতিতেই এডিএস সেরাম যথেষ্ট পরিমাণে মজুত নেই বলা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DQuOk3
October 03, 2018 at 11:42AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন