মেটেলিতে চিতাবাঘের হানায় জখম ২ যুবক

মেটেলি, ১৭ অক্টোবরঃ মেটেলিতে চিতাবাঘের হানায় জখম হলেন দুই যুবক।  জখম দুজনের নাম রফিকুল ইসলাম (২৮) ও আতরাফুল ইসলাম (২১)। তাঁরা চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিত্সাধীন।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই দুই যুবক বাতাবাড়ি ফার্ম এলাকায় বাজার করতে গিয়েছিলেন। বাজার করে বড়দিঘি এলাকা দিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় কোঠিলাইনের কাছে ৮ নম্বর সেকশনের ঝোপ থেকে চিতাবাঘটি বেরিয়ে এসে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে।

তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা সেখানে আসেন। পালিয়ে যায় চিতাবাঘটি। রফিকুল ও আতরাফুলকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pYm41A

October 17, 2018 at 01:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top