পুরী, ৩ অক্টোবরঃ লাইন করে ঢোকার নতুন নিয়ম চালু হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরে। আর তাতেই আপত্তি জগন্নাথ সেনার। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখানো শুরু করেন জগন্নাথ সেনা কর্মীরা। ভাঙচুর চালানো হয় জগন্নাথ মন্দিরের প্রধান কার্যালয়ে। টায়ার জ্বালিয়ে বন্ধ করা হয় রাস্তা। মন্দিরে লাইন করে ঢোকার জন্য বসানো রেলিংও ভেঙে ফেলে তারা।
উল্লেখ্য, কয়েকদিন আগে জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য নতুন নিয়ম চালু হয়েছিল। লাইন করে সুষ্ঠুভাবে ঢুকতে বসানো হয়েছিল লোহার ব্যারিকেড। আর এতেই আপত্তি জগন্নাথ সেনার। তাদের নেতা প্রিয়দর্শিন পটনায়েক দাবি, লাইন করে দেব দর্শনের বিষয়টি অবিলম্বে তুলে দিতে হবে। এছাড়াও তাঁদের আরও আটটি দাবি রয়েছে বলে জানানো হয়েছে। আজ সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির।
জগন্নাথ মন্দিরের মূল কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ভেঙে ফেলা হয় সমস্ত আসবাব। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qr67ff
October 03, 2018 at 12:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন